সিলেটের আদালত প্রাঙ্গনে মব সৃষ্টি পরিকল্পিত হামলা প্রতিবাদে মানববন্ধন

Daily Ajker Sylhet

admin

১৯ অক্টো ২০২৫, ১১:৩৫ পূর্বাহ্ণ


সিলেটের আদালত প্রাঙ্গনে মব সৃষ্টি পরিকল্পিত হামলা প্রতিবাদে মানববন্ধন

সিলেটের আদালত প্রাঙ্গনে মব সৃষ্টি করে পরিকল্পিত ভাবে হামলা এবং মিথ্যা মামলা প্রত্যাহার ও ভুয়া সাংবাদিকদের দারা লাঞ্চিত করার প্রতিবাদে বৃহত্তর দক্ষিণ সুরমার সাধারণ নাগরিকবৃন্দের উদ্যোগে বরইকান্দি এলাকায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ১৯ অক্টোবর রোববার সকাল ১১টায় বরইকান্দি কেন্দ্রীয় জামে মসজিদ বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মৌলানা মঞ্জুর আহমদ ও আহমদ আলী’র যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমদাদ হোসেন, সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার কলি, তরুন সমাজ সেবক সুমেল আহমদ, হাজি আব্দুল মালিক শাহজাহান।

মানববন্ধনে বক্তারা বলেন, গত বৃহস্পতিবারে আদালত প্রাঙ্গনে মব সৃষ্টি করে পরিকল্পিত ভাবে আমাদের দক্ষিণ সুরমার বরইকান্দি এলাকার বাসিন্দাদের উপর হামলা করেছে কিছু ভুয়া সাংবদিকরা। আমাদের এলাকার বাসিন্দা কাজী আব্দুল ওয়াদুদ আলফু মিয়া কারাগারে। আইনি প্রক্রিয়া শেষে তিনি মুক্তি পাবেন। এটা আদালতের বিষয়। আইন সবার জন্য সমান। কিন্তু কিছু অতি উৎসাহি ভুয়া সাংবাদিকদের দারা আমাদের এলাকার বাসিন্দারে লাঞ্চিত করা হয়েছে। তাদের উপর হামলা করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সাংবাদিকরা আমাদের বন্ধু, তারা জাতির দর্পন। প্রকৃত সাংবাদিকরা এরকম আচরন করতে পারে না।
গত বৃহস্পতিবারে আদালত প্রাঙ্গনে উপস্থিত ছিলেন অনেক সাংবাদিক। পুলিশ হেফাজতে থাকা অবস্থায় তিনি ভুয়া সাংবাদিক নয়ন সরকারের মুঠোফোনটি কেড়ে নেয়ার এবং ভেঙে ফেলার যে অভিযোগ উঠেছে, এই ভিডিওটি কোথায়?
অন্যদিকে আরেকটি অনলাইন পোর্টালের সাংবাদিক বিশাল দে’র মুঠোফোন কেড়ে নেন ওয়াদুদের ছেলে কাজী বায়জিদ আহমেদ। পরে বিশালের মুঠোফোনে থাকা ভিডিও চিত্রটি মুছে সেটি আবার ফিরিয়ে দেন বায়জিদ। এই ঘটনারও ভিডিওটি কোথায়?
ঘটনাস্থলে এতো সাংবাদিকরা উপস্থিত থাকলেও এই সব ভিডিওটি কেনইবা কেউ প্রকাশ করেন নি? আমরা কি মেনে নেবো এটা, মব সৃষ্টি করে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। এর আগেও আলফু মিয়াকে আদালতে আনা হয়েছিল, সেদিনতো এরকম কোনো ঘটনা ঘটেনি! এই হামলা পরিকল্পিত। আমরা কি এই দেশের নাগরিক না? আমাদের কি শান্তিপূর্ণ ভাবে এই দেশে বাঁচার অধিকার নেই? আমরা প্রশাসনের মাধ্যমে এই ঘটনার সুষ্টু তদন্ত দাবি জানাচ্ছি।

মানববন্ধনে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- হাজি ফারুক আহমদ, এমদাদ হোসেন, হাজি ফখরুল ইসলাম, শাহজাহান মিয়া, মো. সুহেদ আলী, হিরা মিয়া, ফয়জুর রহমান, রফিক মিয়া, জামাল মিয়া, রমিন উল্লাহ, শফিউল ইসলাম।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন- আহমদ মিয়া, আমজদ মিয়া, সুহেল আহমদ, আহমদ ইসলাম, শাহান আহমদ, কাশেম আহমদ, লায়েক আহমদ, শামিম আহমদ, ইজ্জাত আহমদ, সুজন আহমদ, রাজন আহমদ, সাদেক আহমদ, মঞ্জুর আহমদ, জুয়েল আহমদ, সুয়েল আহমদ, কাজি আফছর আহমদ, নিজাম উদ্দিন, রায়হান আহমদ, শাহী আহমদ, ফয়সাল আহমদ, মামুন আহমদ, মিটু ইসলাম, জাহেদ আহমদ, ফখরুল ইসলাম, ফয়সল ইসলাম. জাকির, আব্দুল কাইয়ুম সাগর, মাইসা, সঞ্জয়, মাহবুব আলম সানি, আশরাফ আহমেদ, রনি আলম প্রমুখ।-বিজ্ঞপ্তি।