বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সাথে পুলিশ কমিশনারের মতবিনিময়

Daily Ajker Sylhet

admin

২১ সেপ্টে ২০২৫, ১১:১২ পূর্বাহ্ণ


বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সাথে পুলিশ কমিশনারের মতবিনিময়

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরীর সাথে রবিবার (২১ সেপ্টেম্বর) বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির নেতৃবৃন্দ সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

বৈঠকে সিলেটের সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। এসময় এসএমপি কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে আমরা বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করেছি। এক্ষেত্রে আপনাদের সবার সার্বিক সহযোগিতা প্রয়োজন। শারদীয় দূর্গা উৎসবকে সামনে রেখে শীঘ্রই আমরা হেল্প ডেস্ক চালু করবো।

এসময় সিলেটের বিভিন্ন বিষয় নিয়ে আলাপ করেন এসোসিয়েশনের সিনিয়র সদস্য দৈনিক সিলেটের ডাকের সাবেক সহকারী বার্তা সম্পাদক ও রয়টার্স এর সিলেটের প্রতিনিধি রাজু আহমদ, এসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহবায়ক এ এইচ আরিফ, দৈনিক সিলেটের সংবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. নুরুল ইসলাম, রূপালী বাংলাদেশ সিলেটের মাল্টিমিডিয়া রিপোর্টার বাবর জোয়ারদার, ডেইলী সিলেটের মাল্টিমিডিয়া ইনচার্জ মাছুম আহমদ চৌধুরী, সিলেট প্রেসের মাল্টিমিডিয়া ইনচার্জ জাবেদ এমরান, বাংলা টাইম এন্ড টিউনের মাল্টিমিডিয়া ইনচার্জ আবুল কাহার, এসোসিয়েশনের সদস্য আব্দুল মাজিদ চৌধুরী ও আল আমিন।