১৩ সেপ্টে ২০২৫, ১০:৫৮ পূর্বাহ্ণ

সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ব্যবস্থাপনা পরিচালক ও সিলেট মহানগর বিএনপির সভাপতি (ভারপ্রাপ্ত) রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি দেশের মৌখিক ও দন্তস্বাস্থ্য উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করছে। মানুষের সুস্থ জীবনের জন্য মুখগহ্বর ও দাঁতের সুরক্ষা অত্যন্ত জরুরি। এই সোসাইটি নিয়মিত সচেতনতা কার্যক্রম, দন্ত চিকিৎসকদের পেশাগত উন্নয়ন এবং আধুনিক চিকিৎসা পদ্ধতির প্রসারে কাজ করে যাচ্ছে।
তিনি আরো বলেন, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি নৈতিকতা, মানসম্মত চিকিৎসা প্রদান এবং আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি অঞ্চলের মানুষ যেন উন্নত দন্তচিকিৎসা সেবা পায় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তিনি নিয়মিত দাঁতের যত্ন নেওয়া, সঠিক সময়ে চিকিৎসকের শরণাপন্ন হওয়া এবং মুখগহ্বরের পরিচ্ছন্নতা বজায় রাখার আহ্বান জানান।
শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজ হাসপাতালের উদ্যোগে বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সিলেট শাখার নব-নির্বাচিত কমিটিকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
বেসরকারি হাসপাতাল ও ডায়গ নস্টিক সেন্টার এসোসিয়েশন সিলেট শাখার সাধারণ সম্পাদক ও সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ফিন্যান্স ডিরেক্টর ডা. সুলাইমান আহমদ এর সভাপতিত্বে এবং বাংলাদেশ ডেন্টাল সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও বিসিএস ডেন্টাল ক্যাডার এসোসিয়েশনের মহাসচিব, ড্যাব ঢাকা ডেন্টাল কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ডা. কে এম আব্দুল্লাহ আল হারুনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট সেন্ট্রাল ডেন্টাল কলেজের ভাইস প্রিন্সিপাল সহযোগী অধ্যাপক ডা. মুমিনুল হক, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সিলেট শাখার নব-নির্বাচিত সভাপতি সিওমেক ডেন্টাল ইউনিট হেড সহযোগী অধ্যাপক ডা.রফিকুল ইসলাম সাগর, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সিলেট শাখার নব-নির্বাচিত সাধারণ সম্পাদন ডা. মোহাম্মদ রাকিব, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সিলেট শাখার নব-নির্বাচিত সাংগঠনিক সম্পাদক ডা. আব্দুল মোনায়েন, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সিলেট শাখার নব-নির্বাচিত যুগ্ম সম্পাদক ডা. আনোয়ার সাদাত সাইরাস হাজারী, বাংলাদেশ ডেন্টাল সোসাইটি সিলেট শাখার নব-নির্বাচিত কোষাধ্যক্ষ ডা. মোহাম্মদ আবু শাহেদ প্রমুখ।