তরুণ সমাজকর্মী ওয়াসিম ও আশিককে সংবর্ধনা প্রদান
০৮ সেপ্টে ২০২৫, ০৭:৩৬ পূর্বাহ্ণ

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির পক্ষ থেকে ডেল্টা হসপিটালের নির্বাহী পরিচালক ও জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলার সহ-সভাপতি মো. ফখরুজ্জামান ওয়াসিম এবং সুরমা বাসিয়া টিভির পরিচালক তরুণ ব্যবসায়ী আশিক মিয়াকে শনিবার সংবর্ধনা প্রদান করা হয়।
জিন্দাবাজারস্থ এসোসিয়েশনের কার্যালয়ে এসোসিয়েশনের সিনিয়র সদস্য রাজু আহমদের সভাপতিত্বে ও দৈনিক সিলেটের সংবাদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নুরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি, সিলেট জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল।
অনুষ্ঠানে সংবর্ধীত অতিথির বক্তব্যে রাখেন ডেল্টা হসপিটালের নির্বাহী পরিচালক ও জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট জেলার সহ-সভাপতি মো. ফখরুজ্জামান ওয়াসিম এবং সুরমা বাসিয়া টিভির পরিচালক তরুণ ব্যবসায়ী আশিক মিয়া। স্বাগত বক্তব্যে রাখেন এসোসিয়েশনের সদস্য মাছুম আহমদ চৌধুরী।
উপস্থিত উপস্থিত ছিলেন এসোসিয়েশনের সদস্য আশিকুর রহমান রানা, বাবর জোয়ারদার, সোলেমান সুহেল, কৃতিশ তালুকদার, রাধে মল্লিক তপন, ঈষা তালুকদার, আশরাফুল ইসলাম।