Daily Ajker Sylhet

admin

০৬ সেপ্টে ২০২৫, ০৩:০৩ অপরাহ্ণ


বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক মোহিদ হোসেনের বিরুদ্ধে ‘এআই’ ব্যবহার করে অপপ্রচারের নিন্দা জানিয়েছেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ।

শনিবার (৬ সেপ্টেম্বর) গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে এসোসিয়েশনের সিনিয়র যুগ্ম আহবায়ক এএইচ আরিফ ও সদস্য সচিব আশরাফুল ইসলাম ইমরান বলেন, মোহিদ হোসেন শহীদ সাংবাদিক এটিএম তুরাবের হত্যা মামলায় মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বক্তব্যে প্রদানের পর থেকে একটি ষড়যন্ত্রকারী মহল বিভিন্ন ভাবে তার বিরুদ্ধে অপপ্রচারের লিপ্ত রয়েছে যা অত্যন্ত দুঃখজনক। ডিজিটাল প্রযুক্তি ‘এআই’ ব্যবহার করে তার এধরনের অপপ্রচার করছে ষড়যন্ত্রকারীরা যা অত্যন্ত নিন্দনীয়। এই সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ রয়েছি। তাদের সাংগঠনিক ভাবে প্রতিহত করবো।