সিলেট জেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামী ২৭ সেপ্টেম্বর

Daily Ajker Sylhet

admin

২৪ আগ ২০২৫, ০৮:৫০ পূর্বাহ্ণ


সিলেট জেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা আগামী ২৭ সেপ্টেম্বর

সিলেটের নতুন প্রজন্মের নতুন প্রতিভার সন্ধানে সিলেট কানাইঘাট উপজেলার ৯নং রাজাগঞ্জ ইউনিয়নের সামাজিক সংগঠন রাজাগঞ্জ ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন এর উদ্যোগে ৩য় বারের মতো সিলেট জেলা ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা-২০২৫ এর আয়োজন করা হয়েছে।

প্রতিযোগিতায় ১ম পুরস্কার হিসেবে রয়েছে ৩০ হাজার টাকা, ২য় পুরস্কার ২০ হাজার টাকা, ৩য় পুরস্কার ১০ হাজার টাকা, ৪র্থ পুরস্কার ৮ হাজার টাকা, ৫ম পুরস্কার ৫ হাজার টাকা। এছাড়াও বিজয়ী প্রত্যেক শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র দেওয়া হয়ে।

তাছাড়া ৫ জনের জন্য থাকবে বিশেষ পুরস্কার, অর্থ ও সম্মাননা ক্রেস্ট। ১১ থেকে ২০ তম স্থান অধিকারকারী প্রত্যেকের জন্য রয়েছে অর্থ, সম্মাননা ক্রেস্ট ইত্যাদি। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীর জন্য রয়েছে অংশগ্রহণমূলক পুরস্কার।

আগামী ২৭ সেপ্টেম্বর (শনিবার) রাজাগঞ্জ গার্লস স্কুলে সকাল ৯টা থেকে হিফজুল কোরআন প্রতিযোগিতার প্রথম পর্ব শুরু হবে। উক্ত হিফজুল কোরআন প্রতিযোগিতায় আগ্রহীদের অংশগ্রহণ করার জন্য আহবান জানানো হয়েছে।

অংশগ্রহণকারীদের রোল সহ বিস্তারিত সব তথ্য জানতে +৮৮০১৩৩৯২৪৬৬৩৪ হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।