মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের পাঁচজন অধ্যাপকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

Daily Ajker Sylhet

admin

২৩ জুন ২০২৫, ০১:৫২ অপরাহ্ণ


মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের পাঁচজন অধ্যাপকের অবসরজনিত বিদায় সংবর্ধনা

সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ও মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজ গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য রেজাউল হাসান কয়েছ লোদী বলেছেন, শিক্ষকরা দেশ, জাতি, সমাজ, রাষ্ট্রকে উন্নত ও শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডারে সমৃদ্ধ করতে অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে অগ্রণী ভূমিকা রাখছেন। শিক্ষকরা শ্রম, মেধা ও দক্ষতা বিলিয়ে দেওয়ার কারণে শিক্ষার্থীরা প্রতিষ্ঠিত হয়ে দেশে বিদেশে গুরুত্বপূর্ণ অবস্থানে অবদান রেখে এই কলেজ ও সিলেটের সুনাম পুরো পৃথিবীতে ছড়িয়ে দিচ্ছেন, এটা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তিনি উন্নত শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে শিক্ষকদের প্রতি আহবান জানান।

সোমবার (২৩ জুন) সকালে নগরীর শামীমাবাদস্থ কলেজের হলরুমে মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান মো. এনামুল হক চৌধুরী, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সুপর্না রায়, পদার্থবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক নাসিম সুলতানা, দর্শন বিভাগের বিভাগীয় প্রধান জাকিয়া খানের অবসরজনিত বিদায়ী উপলক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবিদুর রহমান এর সভাপতিত্বে ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান মো. এনামুল হক চৌধুরী সোহেল এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজের গভর্নিং বডির বিদ্যোৎসাহী সদস্য দেওয়ান আসকির আলী, চিকিৎসক প্রতিনিধি ডা. সোলাইমান আহমদ, অভিভাবক সদস্য মো. মকছুছুল করিম চৌধুরী ও মো. জিল্লুল হক।

বক্তব্য রাখেন কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক পার্থসারথি নাগ, গার্হস্থ্য বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক সালমা বেগম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. শেখ মাহমুদ উল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রহিমা বেগম, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মোছাম্মৎ শাহানা বেগম, বাংলা বিভাগের ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধান প্রভাষক আলমগীর হোসেন।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন এলিনা চৌধুরী রিমি, শাহনাজ তাবাস্সুম তাহিয়া। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নাজফাত আলম লিহা, গীতা পাঠ করেন স্বর্ণালী রায়। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের সম্মাননা ক্রেস্ট, উপহার ও ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রধান করেন প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে রেজাউল হাসান কয়েছ লোদী আরোও বলেন, শিক্ষার্থীদের জীবনমান উন্নয়নে শিক্ষকদের ভূমিকা অনস্বীকার্য। শিক্ষক কেবল শিক্ষা দেন না, তাঁরা শিক্ষার্থীদের ভবিষ্যৎ জীবন গঠনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।