মনোনয়নের জন্য লবিং আর যুদ্ধ করতে হয় না, মানুষের মন জয় করতে হয় : খন্দকার মুক্তাদির

Daily Ajker Sylhet

admin

০৫ নভে ২০২৫, ০৯:২৮ পূর্বাহ্ণ


মনোনয়নের জন্য লবিং আর যুদ্ধ করতে হয় না, মানুষের মন জয় করতে হয় : খন্দকার মুক্তাদির

মর্যাদা পূর্ণ সিলেট-১ (সদর ও নগর) আসনে বিএনপির চূড়ান্ত মনোনয়ন প্রাপ্ত প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, রাজনৈতিক পরিবারে জন্মেছি। রাজনীতি করতে গিয়ে যা করার দরকার তাহাই করি। বিগত দেড় যুগ ধরে মানুষের পাশে রয়েছি কাছে গিয়েছি। ফেসিস্ট সরকারের সুবিধা নিয়ে কখনো গায়ের জোর খাটাইনি। কাউকে কষ্ট দেইনি। তিনি খুব স্পষ্ট করে বলেন, মনোনয়নের জন্য যুদ্ধ করতে হয় না। গণমানুষের দোয়া আর ভালোবাসা অর্জন করতে হয়। মনোনয়ন যুদ্ধ বলে যে বাক্যটি বলা হয় তা আমার বেলায় প্রযোজ্য নয়। আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের রাজনীতি করি। আমার রাজনীতিতে কোন ধোঁয়া সা থাকতে পারে না।

মঙ্গলবার (৪ নভেম্বর) সিলেটের বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি উপরোক্ত কথা বলেন। সারাদেশের মধ্যে মর্যাদাপূর্ণ সিলেট-১ (নগর ও সদর) আসনে বিএনপি’র চূড়ান্ত মনোনয়ন প্রাপ্তির পর এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সদস্য সাংবাদিক রাজু আহমেদের সভাপতিত্বে ও দৈনিক সিলেটের সংবাদের মাল্টিমিডিয়া ইনচার্জ মো. নুরুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সমকাল সিলেটের ব্যুরো প্রধান মুকিত রহমানী, সিলেট বাণীর সাবেক নির্বাহী সম্পাদক কামাল উদ্দিন আহমদ, ইনকিলাব সিলেটের ব্যুরো প্রধান ফয়সাল আমীন, বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির আহবায়ক একাত্তরের কথার ব্যবস্থাপনা সম্পাদক মোহিদ হোসেন, সিনিয়র যুগ্ম আহবায়ক এএইচ আরিফ, সদস্য সচিব আশরাফুল ইসলাম ইমরান, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, রূপালী বাংলাদেশের মাল্টিমিডিয়া রিপোর্টার বাবর জোয়াদার, মাছুম চৌধুরী, রেজওয়ান আহমদ, আব্দুল মাজিদ চৌধুরী, সুলেমান সুহেল, আল-আমিন, কৃতিশ তালুকদার, রাহাত আহমদ খান প্রমুখ।