বিএমজেএ প্রস্তুতি কমিটির আহবায়ক রাজু, সদস্য সচিব ফয়সল
০৩ নভে ২০২৫, ০৩:৩২ অপরাহ্ণ
                                 
                              বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সাধারণ সভা আগামী ১৫ নভেম্বর শনিবার অনুষ্ঠিত হবে। সোমবার (৩ নভেম্বর) এসোসিয়েশনের কার্যালয়ে আয়োজিত সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।
এসোসিয়েশনের আহবায়ক মোহিদ হোসেনের সভাপতিত্বে ও সিলেটের সংবাদের মাল্টিমিডিয়া ইনচার্জ মো. নুরুল ইসলামের পরিচালনায় সভায় সর্বসম্মতিক্রমে সিনিয়র সাংবাদিক রাজু আহমদকে আহবায়ক ও ফয়সাল আমীনকে সদস্য সচিব করে ৫ সদস্যের সাধারণ সভা প্রস্তুতি কমিটি গঠন করা হয়। আহবায়ক কমিটি সদস্য বেলায়েত হোসেন, হেলাল নির্ঝর ও এম আর টুনু তালুকদার।
সভায় উপস্থিত ছিলেন এসোসিয়েশনের শাহ মো. কয়েস আহমদ, সিনিয়র যুগ্ম আহবায়ক এএইচ আরিফ, বাবর জোয়াদার, মাছুম আহমদ চৌধুরী, আব্দুল মাজিদ চৌধুরী, সুলেমান সুহেল, আল-আমিন, রাধে মল্লিক তপন, কৃতিশ তালুকদার, আশিকুর রহমান রানা, ফখর উদ্দিন প্রমুখ।