গাছবাড়ী ছাত্রলীগের তাণ্ডবের হোতা হারুন রশিদ আবারও সক্রিয়
২৩ অক্টো ২০২৫, ১১:৫৬ পূর্বাহ্ণ
সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হারুন রশীদ। যিনি ‘ডেঞ্জার জুন’ নামে পরিচিত টিলাগড় আওয়ামী লীগের একজন নিয়ন্ত্রক ছিলেন। তিনি আবারও আলোচনায়। টিলাগড়ের আওয়ামী লীগ নেতা আজাদুর রহমান আজাদের ঘনিষ্ঠ সহযোগী। বর্তমানে সে প্রকাশ্যে চলাফেরা করলেও স্থানীয় প্রশাসন কোনো পদক্ষেপ গ্রহণ করছেন না এমন অভিযোগ উঠেছে স্থানীয়দের কাছ থেকে।
হারুন রশীদের বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলার ৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়নের চলিতাবাড়ী গ্রামের ইসলাম উদ্দিনের ছেলে সে। রাজনীতির আড়ালে সে দীর্ঘদিন ধরে নানা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন বলে স্থানীয় সূত্রে জানায়।
স্থানীয় সূত্র আরও যায়, স্বৈরাচারী শেখ হাসিনা ও আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে কানাইঘাটের গাছবাড়ী এলাকায় হারুন রশীদ প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দিয়ে আলোচনা এসে ছিলো। তার নেতৃত্বে ওই এলাকায় ছাত্রলীগ ও যুবলীগের তাণ্ডবে সাধারণ মানুষ আতঙ্কে দিন কাটাতেন। বিএনপি-জামায়াত কোনো কর্মসূচি দিলেই হামলা, ভাঙচুর, এমনকি নিরীহ নেতাকর্মীদের নামে মামলা দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়াও ছাত্রলীগের পদ-পদবি ব্যবহার করে হারুন রশীদ ট্রাভেলস ব্যবসার আড়ালে মানবপাচার কার্যক্রম চালাতেন বলে অভিযোগ রয়েছে। আদম ব্যবসার সুবাদে অনেকে ভিসা দিয়ে বিদেশে পাঠানোর নামে অর্থ হাতিয়ে নেওয়ার নামে প্রতারণা ছিলো তার মূল টাকা হাতিয়ে নেওয়ার কৌশল। এধরণের হয়রানির শিকার হচ্ছেন অনেকেই। ভয়ভীতি ও রাজনৈতিক প্রভাবের কারণে কেউ প্রকাশ্যে মুখ খুলতে সাহস পেতেন না।
দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর সম্প্রতি হারুন রশীদ আবারও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন। স্থানীয়রা বলছেন, তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও কোনো আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এতে এলাকাবাসীর মধ্যে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
একজন স্থানীয় ব্যবসায়ী বলেন, হারুন এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করে, তার ভয়ে কেউ কিছু বলতে পারে না। আবার সুযোগ পেলেই বিদেশে পালিয়ে যাবে বলে শঙ্কা রয়েছে।
আওয়ামী লীগ ক্ষমতায় থাকা কালিন সময় যে প্রকাশ্যে সাধারণ মানুষ ও বিরোধী দলের রাজনীতিবীদদের হয়রানী করেছে সে কি ভাবে প্রকাশ্যে ঘুরে বেড়ায়। স্থানীয়দের দাবী অবিলম্বে তার বিরুদ্ধে তদন্তপূর্ব আইনী ব্যবস্থা গ্রহণের।