জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফ সিদ্দিক মনোনীত

Daily Ajker Sylhet

admin

১৪ সেপ্টে ২০২৫, ০২:৩১ অপরাহ্ণ


জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আরিফ সিদ্দিক মনোনীত

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন আরিফ সিদ্দিক।

গত ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর চেয়ারম্যান নাসিফ ওয়াহিদ ফাইজাল ও মহাসচিব সফিকুল ইসলাম স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে আরিফ সিদ্দিক-কে সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মনোনীত করেন।

স্বাক্ষরিত পত্রে জেডসিএফ’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ বলেন, আরিফ সিদ্দিক মেধা, সাংগঠনিক দক্ষতা এবং পেশাদারিত্বের মাধ্যমে সংগঠনকে আরো গতিশীল করে সামনের দিকে এগিয়ে নিতে শক্তিশালী ভূমিকা পালন করবে।

আরিফ সিদ্দিক জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সদস্য থেকে সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় জেডসিএফ’র কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং দায়িত্ব পালনে সিলেট বিভাগ সহ সকলের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন। আরিফ সিদ্দিক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে জিয়া সাইবার ফোর্সে দক্ষতার সাথে কাজ করে সুনাম অর্জন করেছেন।

তিনি ২০০৭ সাল থেকে ব্লগিং এবং ২০০৯ সাল থেকে ন্যাশনালিস্ট অনলাইন এক্টিভিস্ট কার্যক্রম চালানোর জন্য সম্মাননা লাভ করেন। ২০১৬ সালে অনলাইনে এক্টিভিজম এর স্বীকৃতি স্বরূপ জিয়া সাইবার ফোর্স এর উদ্যোগে সম্মাননা প্রদান অনুষ্ঠানে বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর কাছ থেকে আরিফ সিদ্দিক সম্মাননা গ্রহণ করেছেন।