সময়ের প্রয়োজনই মাল্টিমিডিয়া জার্নালিস্টদের অপ্রতিদ্বন্দ্বী হতে হবে : মাহবুবুর রহমান
১৪ সেপ্টে ২০২৫, ১০:৩৯ পূর্বাহ্ণ

কক্সবাজার প্রেসক্লাবের সাথে বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার (১৪ সেপ্টেম্বর) প্রেসক্লাব ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সৈকত এর সম্পাদক মাহবুবর রহমানের সভাপতিত্বে এবং বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশ (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সদস্য ও দৈনিক সিলেটের সংবাদের প্রধান নির্বাহি কর্মকর্তা (সিইও) মো. নুরুল ইসলামের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাব সহ সভাপতি ও দৈনিক সংগ্রাম এর স্টাফ করেসপন্ডেন্ট কামাল হোসেন আজাদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সভাপতি নুরুল ইসলাম হেলালী, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ করেসপন্ডেন্ট ইকরাম চৌধুরী টিপু, কক্সবাজার টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি ও বাংলা ভিশনের স্টাফ করেসপন্ডেন্ট মোর্শেদুর রহমান খোকন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সিনিয়র সদস্য ও দৈনিক সিলেটের ডাকের সাবেক সাব এডিটর রাজু আহমদ এবং এসোসিয়েশনের আহবায়ক ও দৈনিক একাত্তরের কথার মাল্টিমিডিয়া ইনচার্জ মোহিদ হোসেন ও ডেইলি সানের সাবেক ফটো জার্নালিস্ট এবং জাস্ট সিলেটের সম্পাদক এএইচ আরিফ।
মতবিনিময় সভায় বক্তব্যে রাখেন ও উপস্থিত ছিলেন দৈনিক কক্সবাজারের চীফ রিপোর্টার এম বেদারুল আলম, যমুনা টিভি স্টাফ করেসপন্ডেন্ট এহসান আল কুতুবী, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজাদী কক্সবাজার প্রতিনিধি শাহেদ মিজান, জাগো নিউজ কক্সবাজারে প্রধান নির্বাহী অন্তর দে বিশাল, কালের কন্ঠ কক্সবাজার মাল্টিমিডিয়া প্রতিনিধি আরোজ ফারুক, টিটিএন মাল্টিমিডিয়ার চীফ রিপোর্টার মোজাম্মেল হক, জাগো নিউজ মাল্টিমিডিয়া চীফ রিপোর্টার মোহাম্মদ ফয়সাল, বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির সদস্য দৈনিক আমার দেশের সাবেক ফটো জার্নালিস্ট বেলায়েত হোসেন, বিজয়ের কণ্ঠের মাল্টিমিডিয়া ইনচার্জ দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, মাইটিভির সিলেটের ক্যামেরা পার্সন শাহীন আহমদ, নাগরিক টিভির সিলেট প্রতিনিধি এম আর টুনু তালুকদার, রূপালী বাংলাদেশের ফটো জার্নালিস্ট বাবর জোয়ারদার, লন্ডন বাংলা লাইভের সিলেট প্রতিনিধি মাছুম আহমদ চৌধুরী, দৈনিক যুগভেরী মাল্টিমিডিয়া রিপোর্টার রেজওয়ান আহমদ, দৈনিক সচিত্র সিলেটের স্টাফ রির্পোটার রুবেল আহমদ, আধুনিক কাগজের মাল্টিমিডিয়া রিপোর্টার সবুজ আহমদ, এনটিভি ইউরোপের গোলাপগঞ্জ প্রতিনিধি ফাহিম আহমদ, শুভ প্রতিদিনের স্টাফ রিপোর্টার জাহিদ উদ্দিন, একাত্তরের কথার স্টাফ রিপোর্টার জয়রায় হিমেল, সুলেমান সোহেল, আশিকুর রহমান রানা, আজমল হোসেন সুমন, আব্দুল মাজিদ চৌধুরী, আল-আমিন, কৃতিশ তালুকদার, আশরাফুল ইসলাম, ঈশা তালুকদার প্রমুখ।
মতবিনিময় সভায় কক্সবাজার প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সৈকত সম্পাদক মাহবুবর রহমান বলেন, সময়ের প্রয়োজনে মাল্টিমিডিয়া সাংবাদিকদের অপ্রতিদ্বন্দ্বীগ্ধ হতে হবে। আজকের ডিজিটাল যুগে তথ্য প্রযুক্তির দ্রুত পরিবর্তনশীলতার সাথে নিজেদের মানিয়ে নিয়ে বিভিন্ন প্রযুক্তি, টুলস ও প্ল্যাটফর্মে দক্ষ হয়ে ওঠা, যা তাদের অন্যদের চেয়ে এগিয়ে রাখবে এবং পেশাগতভাবে শক্তিশালী করবে।