সিলেট মহানগর কৃষকদলের ৩টি আঞ্চলিক কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা
০৯ আগ ২০২৫, ০২:৩১ অপরাহ্ণ

সিলেট মহানগর বিএনপির সাবেক নির্বাচিত সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক ও জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট জেলা শাখার সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হুমায়ূন কবির শাহীন বলেছেন, জনরোষে স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর এখন রাষ্ট্র কাঠামোকে সংস্কার করা অপরিহার্য হয়ে পড়েছে। ৩১ দফার লক্ষ্যে জনমত গঠনে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি এখন থেকে ধানের শীষকে বিজয়ী করতে মাঠে কাজ শুরু করতে হবে।
শুক্রবার (৮ আগস্ট) রাতে জাতীয়তাবাদী কৃষকদল সিলেট মহানগর ৩নং ওয়ার্ডের ৩টি আঞ্চলিক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
৩নং ওয়ার্ড কৃষকদলের আহবায়ক এনাম মিয়ার সভাপতিত্বে ও সদস্য সচিব রিপন আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৩নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সম্পাদক সৈয়দ আলী রেজা সাচ্ছ, মহানগর কৃষকদলের যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান, তাহের আলী সুমন, অর্থ সম্পাদক তফজ্জুল আলী, সহ প্রচার সম্পাদক শাহীন আহমদ, সহ সমাজসেবা সম্পাদক শহীদুল ইসলাম রাজিব, পিয়ার হোসেন, সুহেল আহমদ, সুমন মিয়া, ইব্রাহিম আহমদ, মিজানুর রহমান, মিলন আহমদ, দারা মিয়া, কাশেম মিয়া, ময়না মিয়া, সেলিম মিয়া, নূর আলম প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সোনার বাংলা আ/এ সভাপতি পদে আবুল কাশেম, সাধারণ সম্পাদক পদে মো. সেলিম, পশ্চিম কাজল শাহ সভাপতি পদে সোহাদ আহমদ, সাধারণ সম্পাদক পদে সুন্দর আলী, ওসমানী মেডিকেল আঞ্চলিক কমিটিতে সভাপতি পদে মো. সেলিম ও সাধারণ সম্পাদক পদে জাকারুল হাসনকে নির্বাচিত করে প্রত্যেকটি ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।