বিজ্ঞানের উৎকর্ষ ছাড়া উন্নত বাংলাদেশ গঠন সম্ভব নয় : মো. ফয়জুল হক

Daily Ajker Sylhet

admin

৩১ জুলা ২০২৫, ০৪:০১ অপরাহ্ণ


বিজ্ঞানের উৎকর্ষ ছাড়া উন্নত বাংলাদেশ গঠন সম্ভব নয় : মো. ফয়জুল হক

স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক বলেছেন, বিজ্ঞানের উৎকর্ষ ছাড়া উন্নত বাংলাদেশ গঠন সম্ভব নয়। শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা ও সৃজনশীল হতে হবে। বর্তমান প্রজন্ম বিজ্ঞানের আলোয় আলোকিত হয়ে জাতির কল্যাণে ভূমিকা রাখবে।

বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ৯টায় স্কলার্সহোম মেজরটিলা কলেজে বিজ্ঞানমেলা ২০২৫ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরোও বলেন, আজকের মেলা পরিদর্শনকালে শিক্ষার্থীদের আগ্রহ ও প্রতিভা দেখে আমি অভিভূত। শিশু-কিশোরদের সৃজনশীলতা ও উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভবিষ্যতের উদ্ভাবক গড়তে এ ধরনের মেলা বড় ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ বিজ্ঞানীদের অনুপ্রেরণার বাতিঘর হয়ে থাকবে।

এবারের বিজ্ঞানমেলা জুনিয়র, ইন্টারমিডিয়েট ও সিনিয়র গ্রুপে মোট ৩৮টি প্রজেক্ট উপস্থাপন করেন শিক্ষার্থীরা। জুনিয়র গ্রুপে প্রথম স্থান অর্জন করে কার্বন পরিশোধন প্রজেক্ট, ২য় স্থান অর্জন করেন বাধা শনাক্তকারী রোবট প্রজেক্ট, ৩য় স্থান অর্জন করেন আরডুইনো-ভিত্তিক স্মার্ট হোম অটোমেশন। ইন্টারমিডিয়েট গ্রুপে ১ম স্থান করে স্মার্ট পার্কিং সিস্টেম প্রজেক্ট, ২য় স্থান অর্জন করে সিইও-সিটি ও মানসিক স্বাস্থ্য মুড শনাক্তকরণ প্রজেক্ট, ৩য় স্থান অর্জন করে নিরাপদ থাকার জন্য অগ্রসর চিন্তা প্রজেক্ট। সিনিয়র গ্রুপে ১ম স্থান অর্জন করে তাপ ও বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রজেক্ট, ২য় স্থান অর্জন করে স্মার্ট সেচ ব্যবস্থা প্রজেক্ট, ৩য় স্থান অর্জন করে স্মার্ট ও টেকসই ভবিষ্যৎ প্রযুক্তি প্রজেক্ট।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান হাসান শাহরিয়ার মজুমদার। অনুষ্ঠান পরিদর্শন করেন প্রাইমারি শাখার উপাধ্যক্ষ নাহিদা আক্তার। এসময় উপস্থিত ছিলেন কলেজ ইনচার্জ কাজী শাখাওয়াত, স্কলার্সহোম মেজরটিলা শাখার বিএনসিসি ও স্কাউটস সদস্যরা, প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক-শিক্ষিকাবৃন্দ এবং বিপুল সংখ্যক শিক্ষার্থীবৃন্দ।