স্কলার্সহোম কলেজের মাধ্যমিক সেকশনের পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ

Daily Ajker Sylhet

admin

২৪ জুলা ২০২৫, ০৪:৩২ অপরাহ্ণ


স্কলার্সহোম কলেজের মাধ্যমিক সেকশনের পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ

স্কলার্সহোম মেজরটিলা কলেজ-এর ৬ষ্ঠ থেকে ৯ম  শ্রেণির অর্ধবার্ষিক ও এসএসসি ২০২৬ এর  প্রাক নির্বাচনি পরীক্ষার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। আজ  বৃহস্পতিবার  সকাল ১০টায় কলেজ অডিটোরিয়ামে এই ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়।

বাংলা বিভাগের প্রভাষক শাহাব উদ্দিন আহমেদের উপস্থাপনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্কলার্সহোম মেজরটিলা কলেজের অধ্যক্ষ মো. ফয়জুল হক। অনুষ্ঠানে শ্রেণি শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন জীববিজ্ঞান বিভাগের প্রভাষক ও শ্রেণিশিক্ষক জাহাঙ্গীর হুসেন,, ইংরেজি বিভাগের প্রভাষক ও  শ্রেণিশিক্ষক আন্নামা চৌধুরী। এতে স্বাগত বক্তব্য রাখেন  একাডেমিক ইনচার্জ প্রভাষক কাজী শাখাওয়াত হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ মো. ফয়জুল হক তাঁর মোটিভেশনালমূলক বক্তব্যে বলেন, “শিক্ষার্থীরাই এ প্রতিষ্ঠানের প্রাণ, তাদের মাধ্যমে শিক্ষক ও প্রতিষ্ঠানের সুনাম নির্ধারিত হয়। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা সফল হলেই আমরা সফল হই। অভিভাবক ও শিক্ষকরা সমন্বিত ভাবে ভূমিকা রাখলে, শিক্ষার্থীরা তাদের কাঙ্খিত লক্ষ্যে সহজেই পৌঁছতে পারে। শিক্ষকরাই হলেন মানুষ গড়ার কারিগর এবং অভিভাবকরা তাদের পরম পৃষ্ঠপোষক। তিনি বলেন, শিক্ষার্থীদের কোন কাজে যেন অভিভাবকদের মাথা নীচু করতে না হয়, এ ব্যাপারে তোমাদেরকে সতর্ক থাকতে হবে। মনে রাখতে হবে, শুধু ভালো রেজাল্টই না, আমরা তোমাদের কাছ থেকে সুশৃঙ্খল ও আদর্শিক জীবন প্রত্যাশা করি।”

তিনি আরো বলেন, “বাবা-মা ছাড়া শুধু শিক্ষকরাই শিক্ষার্থীদের সাফল্যে আনন্দিত হোন, গর্ববোধ করেন এবং স্বপ্ন পূরণের পথে এগিয়ে যাওয়ার প্রেরণা যোগান,চলার পথ সহজ করে দেন। মিথ্যা, মাদক ও মুখস্থ থেকে বিরত থেকে,তোমাদের আলোকিত জীবন গড়তে হবে।”

অনুষ্ঠান শেষে অধ্যক্ষ মহোদয় ৬ষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন সেকশনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান প্রাপ্তদের মাঝে রেজাল্ট কার্ড ও বিশেষ পুরস্কার প্রদান করেন এবং ক্লাসে শতভাগ উপস্থিতি পুরস্কার ‘প্রিন্সিপাল এওয়ার্ড ২০২৫’ বি তরণ  করেন। এ সময় সকল শিক্ষার্থী ও শ্রেণি শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।