বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা ও মহানগরের প্রার্থনা সভা

Daily Ajker Sylhet

admin

২৩ জুলা ২০২৫, ০৯:৩২ পূর্বাহ্ণ


বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতা কামনায় হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা ও মহানগরের প্রার্থনা সভা

হিন্দু ধর্মীয় কল্যান ট্রাস্টের ট্রাস্টি, সিলেট মহানগর বিএনপির সহ সভাপতি ও বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা শাখার আহবায়ক সুদীপ রঞ্জন সেন বাপ্পু বলেছেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীসহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। জাতির জন্য এটি একটি গভীর বেদনার ক্ষণ।

তিনি বলেন, দূর্ঘটনায় নিহত শিক্ষার্থীর হাসিমাখা মুখগুলো আমাদের হৃদয়ে স্মৃতি হয়ে থাকবে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে যে ক্ষতি হয়েছে সেটা শুধুমাত্র তাদের পরিবার নয়, আমাদের গোটা জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি।

তিনি আরোও বলেন, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট হলো বাংলাদেশে বসবাসরত হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান নাগরিকদের একটি দাবী আদায়ের সংগঠন। এটি বাংলাদেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের মানবাধিকার রক্ষার জন্য প্রতিষ্ঠা করা হয়। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

বুধবার (২৩ জুলাই) দুপুরে সিলেট নগরীর জিন্দাবাজারস্থ শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়ায় রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহতদের আত্মার শান্তি ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত প্রার্থনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট মহানগর শাখার আহবায়ক সমিরন কান্তি পুরকায়স্থ এর সভাপতিত্বে ও সদস্য সচিব রাজির কুমার দে রাজু এবং জেলা শাখার সদস্য সচিব কল্লোল জ্যোতি বিশ্বাস এর যৌথ পরিচালনায় প্রার্থনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলার সিনিয়র যুগ্ম আহবায়ক শিবব্রত ভৌমিক চন্দন, মহানগরের যুগ্ম আহবায়ক তুহিন কান্তি নাগ, জেলার যুগ্ম আহবায়ক প্রাণেশ দেব, মহানগরের যুগ্ম আহবায়ক এডভোকেট সুদীপ বৈদ্য, জেলার যুগ্ম আহবায়ক বাপ্পু দত্ত।

এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলার যুগ্ম আহবায়ক সল্টি দাস, জেলা ও মহানগরের আহবায়ক কমিটির সদস্যদের মধ্যে বুদ্ধ প্রতিম দেব শুভ, মলয় লাল ধর, মনোজ দেব, বিমল দেবনাথ, খোকন রঞ্জন দে, করোনাময় সিংহ, ঝলক আচার্য, সুমন সিংহ, গোবিন্দ মালাকার, রনি সিংহ, রাজস বিশ্বাস, উজ্জল রঞ্জন চন্দ, নির্ঝর রায়, হিরনময় দেব হকেন, রনি পাল, বাপ্পী বড়ুয়া, অমিত কুমার ধর, অঞ্জন দাস, বিধান বৈদ্য, লিমন দেব, কনক কান্তি দাস, অজয় কান্তি দাস, সায়মন্ড সিনহা প্রমুখ। এছাড়াও প্রার্থনা সভায় বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট সিলেট জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রার্থনা সভায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় নিহতদের আত্মার শান্তি কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।