মাইলস্টোন বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত কামনায় বিএমজেএ সিলেটের দোয়া
২২ জুলা ২০২৫, ০২:৩৬ অপরাহ্ণ

ঢাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) সিলেট বিভাগীয় কমিটির উদ্যোগে এক মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ জুলাই) নগরীর কাকলী শপিং সেন্টারে বিএমজেএ কার্যালয়ে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে কাকলী শপিং সেন্টার মসজিদের ইমাম মোনাজাত পরিচালনা করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন এ এইচ আরিফ, নুরুল ইসলাম, শাহীন আহমদ, তৌফিকুর রহমান হাবিব, মো. আশিকুর রহমান রানা, রেজওয়ান আহমদ, বাবর জোয়ারদার, মাছুম চৌধুরী, সুলাইমান আহমদ, জাবেদ ইমরান, মোশাররফ হোসেন অমিত, মারুফ আহমদ প্রমুখ।
এছাড়াও দোয়া মাহফিলে বিএমজেএ সিলেট বিভাগের নেতৃবৃন্দ এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। তারা নিহতদের আত্মার শান্তি কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।