বিয়ানীবাজার চারখাই ইউনিয়নে বিএনপির উঠান বৈঠক
১৯ জুলা ২০২৫, ০৫:৫৫ পূর্বাহ্ণ

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, ফ্যাসিবাদের পতন হলেও ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি। দেশকে অস্থিতিশীল করার মাধ্যমে একটি মহল নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে। তারা বিএনপিকে নিয়ে অপপ্রচার ও তারেক রহমানকে নিয়ে কটুক্তি করছে। দেশপ্রেমিক জনতা এসব ষড়যন্ত্র মেনে নিবেনা। দেশপ্রেমিক জনতাকে সাথে নিয়ে নির্বাচন পেছানোর সকল ষড়যন্ত্র রুখে দিতে হবে।
তিনি শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যায় বিয়ানীবাজার উপজেলার চারখাই ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে তারেক রহমান রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত গঠনের লক্ষ্যে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মিয়ার সভাপতিত্বে ও যুবদল নেতা ইয়াহইয়া হায়দারের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠিত উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপির সহ-সভাপতি ওহিদ তালুকদার, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন চৌধুরী, চারখাই ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক সায়েক আহমদ চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা জিয়া মঞ্চের সভাপতি আব্দুল মান্নান, যুগ্ম আহবায়ক আব্দুল মুকিত, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক হিফজুল ইসলাম সুমন, সদস্য হোসেন শিকদার, ৯নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবিদুর রহমান চৌধুরী, চারখাই ইউনিয়ন ছাত্রদলের সাবেক আহবায়ক আজাদুর রহমান রানা, কবির আহমদ, চারখাই ইউনিয়ন ছাত্রদল সভাপতি রুহুল আমিন, স্বেচ্ছাসেবক দল নেতা আবিদ আহমদ শিপু, ৭নং ওয়ার্ড বিএনপির সভাপতি মস্তকিন আলি, সাধারণ সম্পাদক জামাল হোসেন, ৮নং ওয়ার্ড সভাপতি নিজাম উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক জিলাল উদ্দিন, ছাত্রদল নেতা সালমান, আব্দুল্লাহ, খালেদ আহমদ, জাকারিয়া, রাসেল, মুন্না আহমদ ও স্বেচ্ছাসেবক দল নেতা অলি আহমদ প্রমূখ।