খাদিমনগর ইউনিয়ন খেলাফত মজলিসের শাখা পূর্ণগঠন

Daily Ajker Sylhet

admin

১২ জুলা ২০২৫, ০৯:০৭ পূর্বাহ্ণ


খাদিমনগর ইউনিয়ন খেলাফত মজলিসের শাখা পূর্ণগঠন

সিলেট সদর উপজেলার ৩নং খাদিমনগর ইউনিয়ন খেলাফত মজলিসের শাখা পূর্ণগঠনের লক্ষ্যে দ্বি-বার্ষিক মজলিসে শুরা অধিবেশন শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যা ৭টায় স্থানীয় সাহেবের বাজারে অনুষ্ঠিত হয়েছে।

বিদায়ী সভাপতি হাফিজ মাওলানা আবদুল মুমিন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফিজ ওয়ারিস আলীর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবং নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন সিলেট সদর উপজেলার সভাপতি মাওলানা নিজাম উদ্দীন।

উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মাওলানা কে এম রফিকুজ্জামান চেয়ারম্যান, মাও. কে এম রফিকুজ্জামান, শ্রমিক মজলিস সিলেট মহানগর শাখার সভাপতি এম এ রহীম, সিলেট জেলা শ্রমিক মজলিসের সহ সভাপতি আবুল কাশেম সিদ্দিকী, সিলেট সদর উপজেলার সহ সভাপতি মাষ্টার ফয়সল আহমদ, হাটখোলা ইউনিয়ন শাখার সভাপতি মোহাম্মদ আলী, শ্রমিক মজলিস সভাপতি আব্দুর রহিম আলমাস, ফতেপুর ইউনিয়ন খেলাফত মজলিসের নির্বাহী সদস্য মাওলানা সোহেল আহমদ ফাহিম, সিলেট মহানগর শ্রমিক মজলিসের অফিস সম্পাদক রুহুল আমীন শিকদার, রায়হান আমদ এস, ইসলামি যুব মজলিস সদর উপজেলার সেক্রেটারি শামীম সাজ্জাদ ও আল আমীন, নাজিম উদ্দিন প্রমুখ।

খাদিমনগর ইউনিয়ন খেলাফত মজলিসের শাখা পূর্ণগঠন

অধিবেশনে উপস্থিত সকলের সম্মতিক্রমে হাবিবুর রহমান-কে সভাপতি ও আবু দারদা মুসলেহ-কে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি পূর্ণগঠন করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বশীলরা হলেন- সহ সভাপতি মিসবাহ আহমদ, হাফিজ আব্দুল হাকিম, টুনু মিয়া, সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা শিহাব উদ্দিন, মুহাম্মদ মামুনুর রশীদ, মুহাম্মদ ফরিদ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আবু-তালহা, সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা হেলাল উদ্দিন, বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ জালাল উদ্দীন, সহ বায়তুলমাল সম্পাদক মুহাম্মদ আব্দুস শহিদ, অফিস সম্পাদক মুহাম্মদ আলাল উদ্দিন, প্রচার সম্পাদক হাফিজ নাজিমুদ্দিন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জাকারিয়া আহমদ, প্রকাশনা ও পাঠাগার সম্পাদক মাওলানা মাহবুবুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক মুহাম্মদ ইমাম উদ্দিন, উলামা বিষয়ক সম্পাদক হাফিজ কামরুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সুমেল আহমদ, শ্রম বিষয়ক সম্পাদক ইমন আহমদ, নির্বাহী সদস্য বাকের আহমদ, মামুন আহমদ প্রমুখ।

পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে অধিবেশন শুরু হয়ে মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘটে।