Daily Ajker Sylhet

admin

৩০ জুন ২০২৫, ০২:৫৭ অপরাহ্ণ


সাম্প্রতিক কুমিল্লার মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে ঘরে প্রবেশ করে জুরপূর্বক ধর্ষন ও স্লিলতাহানীর প্রতিবাদে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ সিলেট জেলা কমিটির উদ্যোগে সোমবার (৩০ জুন) সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

হিউম্যান রাইটস ওয়াচ ট্রাষ্ট অব বাংলাদেশ সিলেট জেলা কমিটির সাধারই সম্পাদক আব্দুর রহিম তালুকদার এর সভাপতিত্বে ও কেন্দ্রিয় নির্বাহী সদস্য ও দৈনিক ডেসটিনি পত্রিকার সিলেট জেলা প্রতিনিধি সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া এর পরিচালনায় মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রিয় কমিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন খান।

মানববন্ধনে বক্তব্য রাখেন ও উপন্থিত ছিলেন সিলেট বিভাগীয় কমিটির সদস্য টিপু আহমদ, আঃ সামাদ, সিলেট জেলা কমিটির সিঃ সহ সভাপতি জহির হোসেন খান, সহ সাধারণ সম্পাদক গৌছুল আলম, দপ্তর সম্পাদক আমানুর রহমান, প্রচার সম্পাদক হাসিম আহমদ, সহ সভাপতি হেলাল খান, জাহাঙ্গির আহমদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে দেলোয়ার হোসেন খান বলেন, কুমিল্লা মুরাদ নগরের নির্মম ঘটনায় জাতি বাকরোদ্ধ। বিগত দিনে মাগুরা সহ দেশের বিভিন্ন জেলায় বিভৎস ধর্ষনের ঘটনা ঘটিয়াছে, কোন ক্রমেই বন্ধ হচ্ছেনা, এহেন নেক্কার জনক ঘটনা তারই প্রমান। কুমিল্লা মুরাদ নগরের প্রবাসীর স্ত্রীকে ধর্ষন ও স্লিলতাহানীর ঘটনা দেশ ব্যপি আলোচিত। সংশ্লিষ্ট থানা পুলিশ কয়েক আসামীকে গ্রেফতার করায় ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু প্রকৃত ঘটনার মূল উৎঘাটন করে আর কারো সংশ্লিষ্টতা থাকলে তাদেরকে আইনের আওতায় এনে দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্ছ শাস্তি প্রদানের আহবান জানানো হয়।