সিলেট বিভাগ ইট প্রস্তুতকারক মালিক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত

Daily Ajker Sylhet

admin

২৯ জুন ২০২৫, ০৬:৩২ পূর্বাহ্ণ


সিলেট বিভাগ ইট প্রস্তুতকারক মালিক গ্রুপের সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট বিভাগ ইট প্রস্তুতকারক মালিক গ্রুপের সাধারণ সভা শনিবার (২৮ জুন) নগরীর মেন্দিবাগস্থ একটি হোটেলের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সিলেট বিভাগ ইট প্রস্তুতকারক মালিক গ্রুপের আহবায়ক হাজী মো. দিলওয়ার হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব হাজী আব্দুল আহাদ এর পরিচালনায় বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহবায়ক মো. সামছুল হক, যুগ্ম আহবায়ক মাওলানা কুতুব উদ্দিন, যুগ্ম আহবায়ক মো. ফয়েজ উদ্দিন আহমদ, অর্থ সচিব মো. অহিদ মিয়া, সদস্য সৈয়দ মোজাম্মিল আলী শরীফ, মো. আব্দুর রকিব চৌধুরী, হাজী মো. মাহমুদুল হোসেন সেজু, আমিনুল ইসলাম মুন্সি, মামুনুর রশীদ, মো. নুরুল ইসলাম, মো. শাহীন মিয়া, মৌলভীবাজারের আব্বাস উদ্দিন, শাহাবউদ্দিন প্রমুখ। এছাড়াও সভায় সিলেট বিভাগের সকল জেলা ও উপজেলা ইটভাটা সমিতির নেতৃবৃন্দ এবং বিভাগের বিভিন্ন ইটভাটার মালিকগণ উপস্থিত ছিলেন।

সভায় নেতৃবৃন্দ বলেন, দেশের অবকাঠামো উন্নয়নের অন্যতম প্রধান উপকরণ ইট উৎপাদন বন্ধের লক্ষ্যে প্রণীত কালো আইনের মাধ্যমে ইটভাটা মালিকদের উপর বিভিন্ন নির্যাতনমূলক ব্যবস্থা নেয়া হচ্ছে। জোর করে ইটভাটা ভেঙ্গে দিয়ে বন্ধ করে দেয়া হচ্ছে। ইটভাটার মালিকগনকে ব্যবসা করার অনুমতিপত্র পরিবেশ ছাড়পত্র দিচ্ছেন না। এ অবস্থা যদি চালু থাকে তাহলে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের অন্যতম প্রধান উপকরণ ইট শিল্প ধ্বংস হয়ে যাবে এবং দেশের অবকাঠামো উন্নয়ন বাধাগ্রস্থ হবে।

বক্তারা দেশের উন্নয়নের স্বার্থে দেশের ইট শিল্পকে বাঁচিয়ে রাখতে ইট পুড়ানো নিয়ন্ত্রন আইন অবিলম্বে স্থগিত করার জোর দাবি জানান।