কানাইঘাট জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে সংবর্ধনা প্রদান ও ঈদ পূর্ণ মিলনী সম্পন্ন

Daily Ajker Sylhet

admin

২৫ জুন ২০২৫, ০৫:১৪ অপরাহ্ণ


কানাইঘাট জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে সংবর্ধনা প্রদান ও ঈদ পূর্ণ মিলনী সম্পন্ন

কানাইঘাট জাতীয়তাবাদী ফোরাম ইউকের উদ্যোগে যুক্তরাজ্য যুবদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান বুলবুলকে সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (২৩ জুন) রাতে ইউকে হোয়াট চ্যাপেলের একটি অভিজাত হোটেলের হলরুমে এ সংবর্ধনা প্রদান ও ঈদ পূনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আব্দুর রহমান বুলবুল এর সভাপতিত্বে ও নাজমুল হুসেইন নাজমুল এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের সভাপতি আফজাল হোসেন। প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক বাবর চৌধুরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ড. জাকি মোস্তফা টুটুল।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যুক্তরাজ্য যুবদলের ১ম যুগ্ম সম্পাদক সৈয়দ মোস্তফা লায়েক, সিলেট জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, কানাইঘাট জাতীয়তাবাদী ফোরাম ইউকের উপদেষ্টা মুজিবুর রহমান, ইউসুফ আহমদ মেম্বার, যুক্তরাজ্য জাসাসের যুগ্ম সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী, কানাইঘাট উপজেলা জাসাসের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, কানাইঘাট উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও সিলেট জেলা ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন শামীম, ইস্ট লন্ডন বিএনপির যুগ্ম সম্পাদক একলিমুর রাজা চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের সদস্য ফজলে রাব্বী রিমন, সাবেক ছাত্রনেতা জুবের আহমদ, ৫নং বড়চতুল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি নাজমুল ইসলাম।
এসময় অন্যান্যের উপস্থিত ছিলেন সাবেক ছাত্রনেতা আব্দুল ফাতেহ, শাকি আহমদ চৌধুরী, সিলেট জেলা ছাত্রদলের সদস্য জয়নাল আবেদীন, কানাইঘাট উপজেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক জাকারিয়া সুমন, ছাত্রদল নেতা পিনাক রহমান, ছাতদল নেতা আবুল হাসনাত শিফাত,ছাত্রনেতা মিজানুর রহমান নাঈম, ছাত্রনেতা আখতার হোসাইন, ছাত্রনেতা আহবাবুর রহমান লাবিব প্রমুখ। বিজ্ঞপ্তি