স্বাপ্নিক ইয়ূথ এন্ড ওমেন ডেভেলপমেন্ট সোশ্যাল অর্গানাইজেশনের রেইন কোট বিতরণ
২৪ জুন ২০২৫, ০২:০৮ অপরাহ্ণ

স্বাপ্নিক ইয়ূথ এন্ড ওমেন ডেভেলপমেন্ট সোশ্যাল অর্গানাইজেশন এর উদ্যোগে খাদিমনগরে স্কুলের ছাত্র-ছাত্রীদের মধ্যে রেইন কোট বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জুন) বিকেল ৪টায় খাদিমনগরে একটি স্কুলে মেধাবী ছাত্র-ছাত্রীদের এই রেইন কোট বিতরণ করা বিতরণ করা হয়। এতে উপস্থিত ছিলেন স্বাপ্নিকের শুভাকাক্সক্ষীরা।
এসময় উদ্যোক্তারা বলেন, তাদের কাজ হলো শিক্ষা ক্ষেত্রে মেধাবীদের পাশে থাকা। ছাত্র-ছাত্রীদের সমস্যা জেনে সে বিষয়ে কাজ করা। ছোট সোনা মনিদের পাশে থেকে যারা বিভিন্নভাবে সহোযোগিতায় করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন স্বাপ্নিকের পরিচালক সত্যজিৎ দত্ত চৌধুরী গৌতম, অনিল কুমার পাল এবং তন্ময় নাথ তনু। এতে অতিথি ছিলেন আশরাফুল কবির সভাপতি ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)। এছাড়াও উপস্থিত ছিলেন সুবীর কর্মকার, কমল নায়েক, পূজা কর্মকার এবল শুরাত্রি মান্না ঐতি।
উল্লেখ্য, স্বাপ্নিক একটি সেবামূলক উন্নয়ণ সংস্থা যার কাজ মানুষের পাশে থাকা এবং মানুষকে ভালোবাসা।