মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান জাকিয়া খানকে সংবর্ধনা প্রদান

Daily Ajker Sylhet

admin

২৪ জুন ২০২৫, ১২:৫০ অপরাহ্ণ


মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান জাকিয়া খানকে সংবর্ধনা প্রদান

মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের দর্শন বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক জাকিয়া খান’কে অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৪ জুন) সকালে নগরীর শামীমাবাদস্থ কলেজ ক্যাম্পাসে দর্শন বিভাগের উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবিদুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জাকিয়া খান দীর্ঘদিন মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে শিক্ষকতা করে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়িয়েছেন। দক্ষতা ও নিপুণতার সাথে তিনি পাঠদান করতেন। অত্যন্ত আন্তরিকতার সাথে সবার সাথে সদয় ব্যবহারের পাশাপাশি শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে কলেজে সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিতে তিনি কাজ করেছেন। তাঁর মতো একজন আদর্শবান শিক্ষককে বিদায় দিতে হচ্ছে, যা অত্যন্ত পীড়াদায়ক। বক্তারা অবসরকালীন সময়ে জাকিয়া খানের দীর্ঘায়ু ও সুস্থ্যতা কামনা করেন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে সহযোগী অধ্যাপক জাকিয়া খান বলেন, দীর্ঘ কর্মজীবনে দায়িত্বপালনকালে আপনাদের আন্তরিক সহযোগিতা পেয়ে আমি কৃতজ্ঞ। মইনউদ্দিন আদর্শ মহিলা কলেজে শিক্ষকতা করে যে অভিজ্ঞতা পেয়েছি, তা আজীবন আমার পথচলায় পাথেয় হয়ে থাকবে।

দর্শন বিভাগের প্রভাষক শামীম আল মামুন এর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রভাষক মো. ফজলে রাব্বি চৌধুরী। বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ কৃষ্ণপদ সূত্রধর, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক পার্থ সারথি নাগ, গার্হস্থ্য বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক সালমা বেগম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক শেখ মোহাম্মদ মাহমুদ উল্লাহ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক রহিমা বেগম, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান শাহানা বেগম, ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান এনামল হক চৌধুরী সোহেল, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সামিরা আক্তার লিজা, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আলমগীর হোসেন, ইংরেজি বিভাগের প্রভাষক মনির হাসান, প্রভাষক সৈয়দা ফাতেমা সুলতানা, প্রভাষক রেহনুমা আক্তার, দর্শন বিভাগের প্রভাষক রাজিব দে চৌধুরী, ইংরেজি বিভাগের প্রভাষক কে এম হেদায়াতুল ইসলাম, কম্পিউটার অপারেটর মাছুদা সিদ্দিকা রুহি প্রমুখ।