বিএনপি নেতা আব্দুল গফ্ফারের মৃত্যুতে বখতিয়ার আহমদ ইমরানের শোক
২২ জুন ২০২৫, ১১:৪৫ পূর্বাহ্ণ

সিলেট জেলা বিএনপির উপদেষ্টা, সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা আইনজীবী সমিতির বিজ্ঞ সিনিয়র আইনজীবী, সাবেক পাবলিক প্রসিকিউটর, প্রবীণ রাজনীতিবিদ ও সর্বজন শ্রদ্ধেয় এডভোকেট মো. আব্দুল গফফারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা বিএনপির সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক, দক্ষিণ সুরমা উপজেলা কৃষকদলের সদস্য সচিব ও ১নং মোল্লারগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান।
এক শোক বার্তায় তিনি বলেন, বিএনপির রাজনীতির এক নির্ভীক সৈনিক ছিলেন মো. আব্দুল গফফার। দলের ক্রান্তিকালে অত্যন্ত নিষ্ঠার সাথে তিনি দায়িত্ব পালন করতেন। তিনি আইনের শাসন, মানবিক মর্যাদা, মৌলিক-মানবাধিকারসহ গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করে গেছেন দৃঢ় প্রত্যয় নিয়ে।
তিনি আরোও বলেন, মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের প্রতিটি আন্দোলন-সংগ্রামে তিনি যে মনোবল ও সাহসিকতার পরিচয় দিয়েছেন তা বিএনপি নেতাকর্মীদেরকে সবসময় অনুপ্রাণিত করবে। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।
শোকবার্তায় তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।