ধোপাগুলে ব্যবসায়ী শ্রমিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

Daily Ajker Sylhet

admin

২১ জুন ২০২৫, ০৩:১৫ অপরাহ্ণ


ধোপাগুলে ব্যবসায়ী শ্রমিকদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত

সম্প্রতি সিলেটের জেলা প্রশাসন কর্তৃক এ অঞ্চলের হাজারো মানুষের কর্মসংস্থান স্টোন ক্রাশার সমূহ উচ্ছেদ তৎপরতা এবং এসব পাথর শিল্পের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে সিলেট সদর উপজেলার ধোপাগুলে ব্যবসায়ী ও শ্রমিকদের উদ্যোগে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

শনিবার (২১ জুন) এয়ারপোর্ট থানা পাথর ব্যবসায়ী ও স্টোন ক্রাশার মালিক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আলহাজ্ব নাসির উদ্দিন।

রাজন আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সামছুল আলম, সিনিয়র সহ সভাপতি সৈয়দ সালেহ আহমদ শাহনাজ, কবির হোসেন, সৈয়দ মকসুদুর রহমান মতিন, রুহুল আমিন, বুলবুল আহমদ, লাল মিয়া, মশ্রব আলী, আজির উদ্দিন, আবদুল করিম, আবদুল কাদির, আবদুল হক, রিমন আহমদ রিমু প্রমুখ।

সভায় বক্তারা বলেন, সিলেটের লাখো মানুষ বর্তমানে পাথর সংশ্লিষ্ট জীবিকা নির্বাহ করে জীবন যাপন করছেন। ফ্যাসিস্ট আমলে ভারত থেকে নিম্নমানের পাথর আমদানীর কারনে এ অঞ্চলের পাথর আহরন ও পাথর ভাঙ্গার মেশিনগুলো বন্ধ রাখা হয়। এর ফলে এ অঞ্চলের লাখো মানুষ সর্বস্ব হারিয়ে মানবেতর জীবন যাপনে বাধ্য হয়। জুলাই বিপ্লবের পর এ অঞ্চলের পাথর সংশ্লিষ্ট জীবিকা চালু হলে পুনরায় সক্রিয় হয়ে উঠে পুরনো স্বার্থান্বেষী মহল। এরই অংশ হিসেবে পরিবেশের দোহাই দিয়ে এ অঞ্চলের লাখো মানুষের জীবীকা পুনরায় বন্ধের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

বক্তারা যুগ যুগ ধরে চলে আসা এখানকার পাথর উৎপাদন কারখানা সচল রাখতে সরকারের প্রতি দাবী জানান। অন্যথায় সিলেটে কঠোর আন্দোলনের মাধ্যমে মানুষের অধিকার আদায় করা হবে বলে হুশিয়ারি উচ্চারণ করেন।