সিলেটসহ বিশ্ববাসীকে বিশিষ্ট সমাজসেবী এইচ এম নুরুল হকের ঈদুল আযহার শুভেচ্ছা

Daily Ajker Sylhet

admin

০৬ জুন ২০২৫, ১২:১৫ অপরাহ্ণ


সিলেটসহ বিশ্ববাসীকে বিশিষ্ট সমাজসেবী এইচ এম নুরুল হকের ঈদুল আযহার শুভেচ্ছা

সিলেটসহ দেশবাসী এবং বিশ্বের মুসলমানদের ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন এইচ এম নুরুল হক-ওয়াহিদা মানব কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, আমেরিকা প্রবাসী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী এইচ এম নুরুল হক।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, আবারো আমাদের জীবনে ফিরে এসেছে আত্মত্যাগ ও আত্মদানের মানসিকতা নিয়ে পবিত্র ঈদুল আযহা। মহিমান্বিত এই দিন সবার জন্য বয়ে আনুক কল্যাণ, সবার মধ্যে জেগে উঠুক ত্যাগের আদর্শ। ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে। ঈদ মোবারক।
তিনি বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আজহা। ঈদুল আজহা উৎসবের সঙ্গে মিশে আছে চরম ত্যাগের শিক্ষা ও প্রভু প্রেমের পরাকাষ্ঠা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.)-কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইবরাহীম (আ.) আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা, অবিচল আনুগত্য ও অসীম আত্মত্যাগের যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন তা ইতিহাসে অতুলনীয়।
ঈদুল আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে সমাজের দারিদ্র্যপীড়িত ও সুবিধাবঞ্চিত মানুষদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে এবং তাদের পাশে দাড়ানোর আহ্বান জানিয়ে তিনি বলেন, ত্যাগের শিক্ষা আমাদের ব্যক্তি জীবনে প্রতিফলিত হোক এটাই সবার কাম্য। আত্মদান ও ত্যাগের মানসিকতা নিয়ে সমাজের গরিব-দুঃখীর পাশে দাঁড়ালে কেউই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে না। প্রতিষ্ঠিত হবে মানুষে-মানুষে সহমর্মিতা ও সাম্যের বন্ধন এই আশা ব্যক্ত করে আমেরিকা প্রবাসী ও সমাজসেবী এইচ এম নুরুল হক আবারো সবাইকে ঈদের শুভেচ্ছা জানান ঈদ মোবারক।