বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা কমিটির অনুমোদন

Daily Ajker Sylhet

admin

০৫ জুন ২০২৫, ০৯:৫৬ পূর্বাহ্ণ


বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন সুনামগঞ্জ জেলা কমিটির অনুমোদন

বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (বিএমজেএ) ৬৩ সদস্য বিশিষ্ঠ সুনামগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

বুধবার (৪ জুন) সকালে বিএমজেএ সিলেট বিভাগীয় কমিটির আহ্বায়ক মোহিদ হোসেন সদস্য সচিব আশরাফুল ইসলাম ইমরানের স্বাক্ষরিত প্যাডে একুশে টেলিভিশনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ আব্দুস সালামকে সভাপতি ও মাইটিভির জেলা প্রতিনিধি আবু হানিফকে সাধারণ সম্পাদক করে কমিটির অনুমোদন দেয়া হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি পদে রয়েছেন মোহনা টিভির জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, সহ-সভাপতি পদে এনটিভি ইউরোপের প্রতিনিধি মো: আব্দুল হাই, দৈনিক গণমুক্তির জেলা প্রতিনিধি সিরাজুল ইসলাম শ্যামল, সহ-সাধারন সম্পাদক পদে চ্যানেল এস এর জেলা প্রতিনিধি ফোয়াদ মনি তালুকদার, গ্লোবাল টিভির জেলা প্রতিনিধি মিজানুর রহমান রুমান, সাংগঠনিক সম্পাদক দৈনিক সংবাদ সারাবেলা জেলা প্রতিনিধি আফতাব উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক পদে এশিয়ান টিভির জেলা প্রতিনিধি এনামুল কবির মুন্না, কোষাধ্যক্ষ পদে বিজয় টিভির জেলা প্রতিনিধি আলাউর রহমান, তথ্য সম্পাদক পদে বাংলা টিভির জগন্নাথপুর উপজেলা প্রতিনিধি গোবিন্দ দেব, সমাজ কল্যান বিষয়ক সম্পাদক পদে এনটিভি ইউকে শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি কাজী মো: জমিরুল ইসলাম মমতাজ, প্রকাশনা সম্পাদক পদে দৈনিক জনবাণী দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি আবু তাহের মিসবাহ, ক্রীড়া সম্পাদক পদে দৈনিক সকালের সময়ের জেলা প্রতিনিধি কেএম শহিদুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে নাগরিক টিভির জেলা প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বাবু, প্রচার সম্পাদক পদে দৈনিক সংবাদ দোয়ারাবাজার উপজেলা প্রতিনিধি আব্দুল মোতালিব ভূইয়া, ধর্ম বিষয়ক সম্পাদক পদে রাজধানী টিভির জেলা প্রতিনিধি মাওলানা এম আর সজীব, নির্বাহী সদস্য দৈনকি ভোরের ডাক’র জেলা প্রতিনিধি অরুণ চক্রবর্থী, আলী হোসেন খান, শাহ মাসুক নাঈম, আফজাল হোসেন, একে মিলনসহ জেলার ১২টি উপজেলার গণমাধ্যমকর্মীদের সংমিশ্রনে ৬৩ সদস্য বিশিষ্ঠ এ কমিটি অনুমোদন করা হয়।

এ বিষয়ে অনুমোদিত কমিটির সভাপতি মোঃ আব্দুস সালাম বলেন, বাংলাদেশ মাল্টিমিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন বিএমজেএ সাংবাদিকদের কল্যানে কাজ করে। আমরা আশা করি সুনামগঞ্জের সাংবাদিকদের কল্যানে বিরাট ভূমিকা রাখবে সংগঠনটি। আমাকে কমিটির সভাপতির দ্বায়িত্ব দেয়ায় আমি সংশ্লিষ্ঠদের আন্তরিক অভিনন্দন জানাই। আমি যেন সঠিকভাবে দ্বায়িত্ব পালন করতে পারি সেজন্য সবার কাছে সহযোগিতা ও দোয়া চাই।