Daily Ajker Sylhet

admin

০৫ জুন ২০২৫, ১০:০০ পূর্বাহ্ণ


আর মাত্র একদিন পরেই উদযাপিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ। এরই মধ্যে জমে উঠেছে কোরবানির পশুর হাট। সামর্থ্য অনুযায়ী পছন্দের পশু কেনার জন্য হাটে ছুটছেন ক্রেতারা। দরদাম করে পছন্দের গরু কিনে ঘরে ফিরছেন অনেকেই। ক্রেতা সমাগম বাড়তে থাকায় খুশি বিক্রেতারা। অন্যদিকে এবার কোরবানির পশুর দাম নিয়ে সন্তুষ্ট ক্রেতারাও।

বৃহস্পতিবার (৫ জুন) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এবার এখন পর্যন্ত গরুর দাম গত বছরের তুলনায় কম আছে। বিক্রেতাদের দাবি, গত বছরের তুলনায় এবার লাখে ২০-৩০ হাজার টাকা কমে পাওয়া যাচ্ছে গরু। ক্রেতারাও জানিয়েছেন গত বছরের তুলনায় এবার গরু কিছুটা কমে কেনা সম্ভব হচ্ছে।

হাটে গরু ছাড়াও ছাড়াও মিলছে বিভিন্ন জাতের খাসি, মহিষ, ছাগল ও ভেড়া। কোথাও কোথাও দেখা মিলছে উট-দুম্বারও। এদিকে ভাটা পড়েছে বড় গরুর ব্যবসায়। অন্যান্য বছরের তুলনায় এবার চাহিদা অনেক কমে যাওয়ায় দুশ্চিন্তায় পড়েছেন বড় গরুর ব্যবসায়ীরা।

ব্যাপারী ও খামারিরা বলছেন, হাটে মাঝারি ও ছোট আকারের গরুর চাহিদা বেশি। বড় গরু দরদাম হলেও বিক্রি হচ্ছে কম। ফলে এসব গরুর বেশিরভাগই ফেরত নিয়ে যেতে হবে এবার।

এবার রাজধানীর ২১ টি স্থানে পশুর হাট বসেছে। এর মধ্যে মেরুল বাড্ডায় বসা অস্থায়ী পশুর হাটে গিয়ে দেখা যায়, সকাল ১০টার আগেই গরু কিনতে ভিড় লেগে গেছে হাটে। আফতাবনগর ও মেরাদিয়ায় এবার পশুর হাট না বসায় রামপুরা, বনশ্রী, বাড্ডা ও আশপাশের বাসিন্দারা মেরুল বাড্ডার হাটেই ছুটে আসছেন।

এখনো দেশের বিভিন্ন জেলা থেকে পশু আসছে হাটে। শেষ দুইদিনে বিক্রি আরও বাড়বে বলেই আশা ব্যাপারীদের।