দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের নেতৃবৃন্দ

Daily Ajker Sylhet

admin

০৫ জুন ২০২৫, ১১:৩৩ পূর্বাহ্ণ


দেশবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরামের নেতৃবৃন্দ

সিলেটসহ দেশবাসী এবং বিশ্বের মুসলমানদের ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন দূর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ।

এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের সভাপতি ইমাম হোসেন ও সিনিয়র সহ সভাপতি নুরুল ইসলাম জিতু সহ নেতৃবৃন্দ বলেন, বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদ-উল-আযহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সিলেটসহ বিভিন্ন দেশে অবস্থানরত সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।

নেতৃবৃন্দ আরোও বলেন, মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তাঁরই নিদর্শনা স্বরুপ আমরা প্রতি বছর আল্লাহ তায়ালার সন্তুুষ্টির উদ্দেশ্যে পশু কোরবানী করি।