হামলা ও হত্যার হুমকিতে দেশ ছাড়লেন কমলগঞ্জ–শ্রীমঙ্গলের এমপি প্রার্থী শফিকুর রহমান
১০ জুন ২০২৪, ০২:৩১ অপরাহ্ণ
মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ–শ্রীমঙ্গল এলাকার বিএনপি নেতা ও জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপ্রত্যাশী শফিকুর রহমান রাজনৈতিক প্রতিহিংসা, হত্যার হুমকি এবং পরিকল্পিত হামলার আশঙ্কায় দেশ ছেড়েছেন। তিনি দাবি করেছেন, দেশে তার জীবনের নিরাপত্তা নিশ্চিত না হওয়ায় বাধ্য হয়েই তাকে দেশত্যাগের সিদ্ধান্ত নিতে হয়েছে।
স্থানীয়ভাবে রাজনীতিতে সক্রিয় থাকা অবস্থায় তিনি নিয়মিত প্রচার–প্রচারণা চালাতেন এবং ব্যানার–ফেস্টুনের মাধ্যমে এলাকার জনগণের কাছে নিজস্ব পরিকল্পনা ও প্রতিশ্রুতি তুলে ধরতেন। তার অভিযোগ, দীর্ঘদিনের রাজনৈতিক দ্বন্দ্ব ও অভ্যন্তরীণ কোন্দল থেকেই তার ওপর একাধিকবার হামলা চালানো হয়েছে এবং তাকে হত্যার লক্ষ্যেই এসব আক্রমণের পরিকল্পনা করা হয়।
শফিকুর রহমান জানান, একই আসনে মনোনয়নপ্রত্যাশী বিএনপির এক প্রভাবশালী নেতার সঙ্গে বিরোধ তৈরি হওয়ার পর তাকে টার্গেট করা শুরু হয়। তার ভাষায়, প্রতিপক্ষের শক্তিশালী একটি সিন্ডিকেট সারা দেশে বিস্তৃত নেটওয়ার্ক ব্যবহার করে তাকে অনুসরণ করত এবং বিভিন্নভাবে চাপ সৃষ্টি করত। তিনি বলেন, “আমার বিরুদ্ধে ধারাবাহিকভাবে ষড়যন্ত্র করা হয়েছে। পরিস্থিতি এমন হয়েছিল যে দেশে আর নিরাপদভাবে থাকা সম্ভব হয়নি।” তাছাড়া তারা ও তাদের কর্মীসমর্থকেরা এখনও সামাজিক যোগাযোগ মাধ্যমে এসে আমার বিরুদ্ধে লেখালেখি, গালাগাল ও হুমকি দামকি প্রদর্শন করেন।
ছাত্রজীবন থেকেই রাজনীতিতে যুক্ত শফিকুর রহমান সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক সভাপতি, কেন্দ্রীয় তরুণ প্রজন্ম দলের সাবেক সহ–বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক এবং সিলেট মহানগর তরুণ প্রজন্ম দলের যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। তিনি জানান, দেশের মানুষের মৌলিক অধিকার—শিক্ষা, চিকিৎসা, খাদ্য ও বাসস্থানের উন্নয়নে কাজ করাই ছিল তার রাজনৈতিক লক্ষ্য। তবে রাজনৈতিক প্রতিহিংসা তার জীবনে সংকট তৈরি করেছে।
তার দাবি, তাকে হত্যার উদ্দেশ্যে বারবার হামলা চালানো হয়েছে। প্রতিপক্ষের লোকজন বাড়ি ঘেরাও করা, অনুসরণ করা এবং অবস্থান শনাক্ত করে আক্রমণের চেষ্টা—এসব ঘটনা নিয়মিতই ঘটত। তিনি বলেন, “একটি সংঘবদ্ধ গ্রুপ সবসময় আমার অবস্থানের ওপর নজর রাখত। যেকোনো মুহূর্তে তারা আমাকে হত্যা করতে পারত।”
এদিকে দেশে তার বিরুদ্ধে চারটি মামলা রয়েছে, যা তিনি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে উল্লেখ করেছেন।
শফিকুর রহমানের বাবা–মা অভিযোগ করেছেন, পুলিশ প্রায়ই তাদের বাসায় গিয়ে তাকে খোঁজ করে এবং পরিবারের সঙ্গে অশোভন আচরণ করে। একই সঙ্গে বিভিন্ন সন্ত্রাসী দলও বাড়ির সামনে এসে শফিকুর রহমানকে হত্যার হুমকি দিয়ে যায় বলে তারা দাবি করেন।